• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কিশোরগঞ্জে চেয়ারম্যান পদে ৮ জনসহ ২০ জনের মনোনয়ন দাখিল

  • প্রকাশিত ২১ এপ্রিল ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে আট জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাত জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।

আজ রবিবার (২১ এপ্রিল) ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার খন্দকার তারিক বিন তাহের।

কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, গাড়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিপ্লব কুমার সরকার, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাহসান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ রশিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহবায়কের পুত্র মোঃ রাশেদুজ্জামান ও আমিরুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মোজাহার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহিদ ইসলাম সুরুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মোঃ বরকত ই খুদা, মাগুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, আওয়ামী সমর্থক শ্রী ভুবন চন্দ্র মহন্ত, সাবেক ইউপি সদস্য মোঃ মাহবুবর রহমান ও যাদু মিয়া।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানী, উপজেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপ্না খাতুন, উপজেলা কৃষক লীগ নেত্রী পল্লবী রানী সরকার, বিনা রানী ও মোছাঃ রোকসানা পারভীন।

উল্লেখ্য যে, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২ মে ও ভোট গ্রহণ ২১ মে।#

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads